ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আগরতলা

নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য কর্মীদের গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য কর্মীদের গণঅবস্থান নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য কর্মীদের গণঅবস্থান

আগরতলা: ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরে কর্মরত সব অনিয়মিত কর্মচারীদের অভিলম্বে নিয়মিতকরণের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের সামনে এ গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা তিন দফা দাবি তুলে ধরে বলেন, স্বাস্থ্য দফতরে কর্মরত সব অনিয়মিত কর্মচারীদের অভিলম্বে নিয়মিতকরণসহ যেসব অনিয়মিত কর্মচারীদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে এবং পেনশনে চলে গেছেন তাদের এককালীন পাঁচ লাখ রুপি করে দিতে হবে ও অনিয়মিত কর্মচারীরা যে তারিখে নিয়োগপত্র পেয়ে ছিলো সেই তারিখ থেকে নিয়মিত করকে হবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।