ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিজেপি রাষ্ট্রবিরোধী কাজ করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
বিজেপি রাষ্ট্রবিরোধী কাজ করছে আগরতলায় হল সভায় বক্তব্য রাখছেন প্রকাশ কারাত

আগরতলা: ভারতকে আমেরিকার ‘জুনিয়র পার্টনার’ বানাতে বিজেপি নেতৃত্বাধীন বর্তমান ভারত সরকার কাজ করছে বলে অভিযোগ করেছেন সিপিআই(এম)-এর পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাত।

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে বুধবার (১১ অক্টোবর) বিকেলে আগরতলায় সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এক হল সভায় এ অভিযোগ করেন তিনি।

সভায় প্রধান বক্তার আলোচনায় প্রকাশ কারাত বলেন, নির্বাচনে জয়ী হয়ে গত সাড়ে তিন বছরে বিজেপি যে পরিমাণ রাষ্ট্রবিরোধী কাজ করেছে তা দেশের কোনো সরকার করেনি।

 

মোদি সরকার আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি করে দেশ বিরোধী কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হল সভায় প্রকাশ কারাত ছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক বিজন ধর, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাস, মন্ত্রী রতন ভৌমিক, সাংসদ জীতেন্দ্র চৌধুরী প্রমুখ।

বামপন্থিরা যে জায়গায় পৌঁছাতে চাইছে, শক্তির সমাগম ঘটাতে চাইছে সে জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, শক্তির সঞ্চয় না হয়ে বরং কোনো কোনো ক্ষেত্রে ক্ষয় হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটি। আরো দুটি হল সভা হবে গোমতী জেলার উদয়পুরে ও দক্ষিণ জেলার মনুবনকূলে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।