ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মঞ্চের সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ
আগরতলা: বিভাজন, সাম্প্রদায়িকতা, জাতিবিদ্বেষ, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও বৈচিত্রের মধ্যে ঐক্যের সংস্কৃতি রক্ষার আহ্বানকে সামনে রেখে ত্রিপুরায় গঠিত হয়েছে সাম্প্রদায়িকতা বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মঞ্চ।
এ মঞ্চের পক্ষ থেকে রোববার (২২ অক্টোবর) আগরতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রহমত আলি, অঞ্জন শুক্লবৈদ্য, উসমান মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ অক্টোবর এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেদিন সমাবেশে ভারতের সাম্প্রদায়িকতা, জাতিবিদ্বেষ, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও বৈচিত্রের মধ্যে ঐক্যের বিষয় নিয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসসিএন/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।