ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আগরতলা

সাংবাদিকদের প্রেস জ্যাকেট প্রদান করলো ত্রিপুরা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
সাংবাদিকদের প্রেস জ্যাকেট প্রদান করলো ত্রিপুরা পুলিশ সাংবাদিকদের প্রেস জ্যাকেট প্রদান করা হচ্ছে

আগরতলা: ত্রিপুরা পুলিশের তরফে রাজ্যের কর্মরত সাংবাদিকদেরকে প্রেস জ্যাকেট প্রদান করা হলো।বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া রোডের ত্রিপুরা পুলিশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জ্যাকেট প্রদান করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক(ডিজি) এ কে শুক্লা, আইন শৃঙ্খলা শাখার আইজি কেবি শ্রীজেস, ডিআইজি অরিন্দম নাথ সহ রাজ্য পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

প্রায়শই কর্মরত সাংবাদিক ও চিত্রসাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশেষ করে কোন সংঘর্ষের ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আলাদা করে চিহ্নিত না হতে পারার কারণে এক দিকে যেমন দাঙ্গাবাজদের হামলার মুখে পড়েন তেমনি পুলিশের হামলারও শিকার হন।

তাই সাংবাদিকদেরকে আলাদা করে চিহ্নিত করতে রাজ্য পুলিশের এই উদ্যোগ।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।