গত শুক্রবার (২৭ অক্টোবর) ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এলাকায় পাহাড় ধসে পড়ে।
এলাকাবাসী জানান, সেদিন কোনো ভূমিকম্প বা বৃষ্টি হয়নি।
এ খবর ছড়িয়ে পড়তে এখন প্রতিদিন শত শত মানুষ পাহাড়ে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ পাহাড়ের পাশে পূজার্চনা শুরু করেছেন।
তবে অনেকে অভিযোগ করেছেন, এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। তাই মানুষের মধ্যে কুসংস্কার বাড়ছে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসসিএন/আরআর