ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় সাত দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
আগরতলায় সাত দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা আগরতলায় সাত দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা শুরু, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় সাত দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় ও পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারেল সোসাইটির উদ্যোগে এ কর্মশালা হয়।

কর্মশালায় বিভিন্ন বয়সী মোট ২৫জন মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে।

তাদের প্রশিক্ষণ দিচ্ছেন ত্রিপুরা রাজ্যের খ্যাতনামা মনিপুরী নৃত্যশিল্পী তথা আগরতলার শচীন দেববর্মণ মিউজিক কলেজের অতিথি অধ্যাপিকা হেনা সিনহা। আগরতলায় সাত দিনব্যাপী মনিপুরী নৃত্যের কর্মশালা শুরু, ছবি: বাংলানিউজহেনা সিনহা বাংলানিউজকে জানান, মেয়েরা উৎসাহের সঙ্গে এ প্রশিক্ষণ নিচ্ছে। এরপর তাদের নিয়ে রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। সে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বিশিষ্টজনেরা।

মনিপুরি নৃত্য মনিপুরী সম্প্রদায়ের প্রথাগত নৃত্য হলেও এর শৈলির জন্য এখন এ নৃত্যকে ধ্রুপতি নৃত্যের মর্যাদা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।