ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

নদীগর্ভে বিলীন হচ্ছে ত্রিপুরার মহাসড়ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
নদীগর্ভে বিলীন হচ্ছে ত্রিপুরার মহাসড়ক নদীগর্ভে বিলীন রাস্তা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার ২০৮ নম্বর মহাসড়কটি নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। খোয়াই নদীর করাল গ্রাসে মহাসড়কের পাশাপাশি পাড়ের বিভিন্ন জনপদের দুই শতাধিক পরিবারের ভিটেমাটিও তলিয়ে গেছে। 

নদীভাঙন রোধে ও মহাসড়ক বাঁচাতে এলাকাবাসী বহুবার স্থানীয় পূর্ত দফতরকে জানালেও কোনো কাজ হয়নি। এই বিষয়ে পূর্ত দফরত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহাসড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দফতরের ও নদী ভাঙন রোধের দায়িত্বে রয়েছে ব্রহ্মপুত্র বোর্ড।

কিন্তু ভারত সরকারের জাতীয় সড়ক মন্ত্রক ত্রিপুরার মহাসড়ক মেরামতের জন্য পর্যাপ্ত অর্থ মঞ্জুর করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। একইভাবে ব্রহ্মপুত্র বোর্ডও নদী ভাঙন রোধে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না।

এই মহাসড়কের রতিয়া খেয়াঘাট ও বাগান বাজার এলাকা ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার পিচ ঢালাই অংশ চলে গেছে নদীগর্ভে।

চলাচলের সময় দুর্ঘটনা এড়াতে রাস্তার ভাঙা অংশের পাশে পিচের ড্রাম দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে।  

এলাকাবাসীসহ গাড়িচালক সবাই দ্রুত ভাঙন রোধ ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।