ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

বিধান সভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় প্রচারণা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
বিধান সভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় প্রচারণা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের নির্বাচন কমিশন এখনও ত্রিপুরা রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলেও রাজনৈতিক দলগুলো বসে নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলই এরই মধ্যে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমেছে। 

নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (০৩ নভেম্বর) ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের রাধানগরে এক পথ পরিক্রমা কর্মসূচির আয়োজন করে।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা, প্রদেশ সম্পাদক চুড়া চাঁদ শর্মা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, ছাত্র নেতা রাখু দাসসহ স্থানীয় নেতারা।

 

এদিকে নির্বাচনীয় ওই সভায় স্থানীয় ৬০ ভোটার অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন।  

প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা বলেন, ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দল আবার ঘুরে দাঁড়াচ্ছে। যারা কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিয়েছিলেন তারা আবার কংগ্রেস দলে ফিরে আসতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসসিএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।