ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

জীবনের পরিবারকে ১০লাখ রুপি দেবে ত্রিপুরা সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
জীবনের পরিবারকে ১০লাখ রুপি দেবে ত্রিপুরা সরকার

আগরতলা: আগরতলার সুভাষনগর এলাকার নিহত গাড়ি চালক জীবন দেবনাথের (২৮) পরিবারকে ১০লাখ রুপি আর্থিক সহায়তা দেবে ত্রিপুরা সরকার।

মঙ্গলবার (৭ নভেম্বর) ত্রিপুরা রাজ্যমন্ত্রী সভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি এবং অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা।

গত ২০ সেপ্টেম্বর ত্রিপুরার পশ্চিম জেলার খুংলুং এলাকা থেকে মাইক্রোবাস চালক জীবন দেবনাথকে অপহরণ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় বলেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তিকে।  

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ হওয়ার একমাস ১৬দিন পর জেলার চিচিরিমাছড়া এলাকা থেকে জীবনের গলিত মরদেহ করা উদ্ধার হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।