ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘটনাস্থল। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার গোমতী জেলার সদর উদয়পুরে সড়ক দুর্ঘটনায় মঙ্গল কিশোর জমাতিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে জেলার তেপানিয়া ইকোপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাল দেব বাংলানিউজকে জানান, জেলার তেপানিয়া ইকোপার্ক এলাকায় মঙ্গলকে রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় পথচারীরা।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে দ্রুত উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে কোন গাড়ি  তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে বলেও জানান ওসি প্রবাল দেব।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।