ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ-মিছিল মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ-মিছিল

আগরতলা: নোট বাতিলের বর্ষপূর্তির প্রতিবাদের পর এবার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনিয় সামগ্রী মূল্যবৃদ্ধির প্রতিবাদে আবারও সোচ্চার হয়ে উঠলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ত্রিপুরার ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে এক বিক্ষোভ-মিছিল বের করা হয়। বিক্ষোভ-মিছিলের আয়োজন করে কংগ্রেস সমর্থিত ছাত্রসংগঠন এনএসইউআই।

সংগঠনের সদস্যরা গলায় পেঁয়াজের মালা ও রান্নার গ্যাসের সিলিন্ডার সঙ্গে নিয়ে বিক্ষোভ-মিছিল করে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা শহরে নিত্য প্রয়োজনিয় সামগ্রী মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।