ত্রিপুরা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল দেওধরের অভিযোগ, বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা নাগাদ দলের এক সম্মেলন শেষে বাড়ী ফেরার পথে শাসক দলের কিছু সদস্য মহিলা মোর্চার সদস্যদের ওপর আক্রমণ চালায়। তখন বিজেপির যুব মোর্চার সদস্যরা তাদের বাঁচাতে গেলে তাদের ওপরও আক্রমণ চালায় গোন্ডা বাহিনী।
পরে তাদের ওপর বিশালগড় হাসপাতালেও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে রাতেই ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব দেবসহ অন্য নেতারা বিশালগড় ছুটে যান।
এদিকে সিপিআই (এম) দলের তরফে দাবী করা হয়েছে, সংঘর্ষে তাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। তাদের দাবী, বিজেপি সমর্থকরা তাদের কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় আহত প্রায় ২৫ জন। আহতদের বেশিরভাগ বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন।
তন্মধ্যে গুরুতর আহত উভয় দলের বেশ কয়েকজনকে আগরতলা সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
সিপিআই (এম) দলের আহত কর্মী সমর্থকদের দেখতে মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিআইটি ইউ’র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সাংসদ শঙ্কর প্রাসাদ দত্ত, ছাত্র সংগঠন এসএফআই’র রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেবসহ অন্যান্যরা।
এই ঘটনার পর বিশালগড় এলাকাজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসসিএন/এমএইউ/