প্রথমে পৌঁছান প্রহ্লাদ সিং প্যাটেল। তিনি বন্দর থেকে হেলিকপ্টারে করে দক্ষিণ জেলার শান্তিরবাজারে যান।
দ্বিতীয় দফায় আগরতলা পৌঁছান সংসদ সদস্য মিনাক্ষী লেখি। তিনি ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বিজেপি কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এরপর তিনি পশ্চিম জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান।
সবশেষে পৌঁছান বিজেপি তথা দলের সাধারণ সম্পাদক সুরজ পান্ডে। তিনি সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
এই তিন সংসদ সদস্যই দিল্লী ফিরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে ত্রিপুরা রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট করবেন। তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার রাজ্যে বিশেষ পদক্ষেপ নিতে পারে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসসিএন/আরআর