ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

দীপা কর্মকারকে ডিলিট দিলো নিট আগরতলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
দীপা কর্মকারকে ডিলিট দিলো নিট আগরতলা সম্মাননা নিচ্ছেন দীপা কর্মকার

আগরতলা: ভারতের প্রথম মহিলা অলিম্পিয়ান মহিলা জিমনাস্ট তথা ত্রিপুরার গর্ব দীপা কর্মকারকে ডিলিট সম্মানে ভূষিত করলো ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি আগরতলা (নিট)।

শনিবার (১১নভেম্বর) রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত নিট আগরতলা'র ১০ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  এনআইআরএফ এর চেয়ারম্যান অধ্যাপক সুরেন্দ্র প্রসাদ, নিট এর বোর্ড অফ ডিরেক্টর অধ্যাপক অজয় কুমার রায়সহ নিট আগরতলার চেয়ারম্যান ও অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা।

সম্মাননা গ্রহণ করে দীপা কর্মকার সংক্ষিপ্ত ভাষণে বলেন এই সম্মাননা তার আগামী দিনের খেলার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে।

এই সম্মাননা প্রদানের জন্য নিট আগরতলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।