ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার সাবেক জঙ্গিনেতা রঞ্জিৎ দেববর্মা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ত্রিপুরার সাবেক জঙ্গিনেতা রঞ্জিৎ দেববর্মা গ্রেফতার রঞ্জিৎ দেববর্মা (ফাইল ছবি)

আগরতলা: পুলিশের কাছ থেকে অনুমতি না নিয়ে সভা করা ও সভায় ভারতবিরোধী মন্তব্যের অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) সাবেক সুপ্রিমো রঞ্জিৎ দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে।

খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা পুলিশ রঞ্জিৎকে রোববার (১১ নভেম্বর) রাতে দুষ্কি এলাকা থেকে গ্রেফতার করে।

গত ৮ নভেম্বর ত্রিপুরার খোয়াই জেলার দুষ্কি এলাকায় জঙ্গি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা সদস্যদের নিয়ে এক সভার আয়োজন করা হয়।

এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জিৎ।  

খোয়াই জেলার ডেপুটি জেলা পুলিশ সুপার (ডিএসপি) রনবীর দেববর্মা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশের অভিযোগ, এই সভার জন্য রঞ্জিৎ পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নেননি। তিনি সভায় দেশবিরোধী মন্তব্য করেছেন।

জঙ্গি জীবন ছেড়ে আসা রঞ্জিৎ অন্যদের সংগঠিত করে সম্প্রতি নতুন করে আন্দোলনের ডাক দেন। তার অভিযোগ, সরকার তাদের যেসব প্রতিশ্রুতি দিয়ে স্বভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলো তার বেশিরভাগই পূরণ করেনি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।