ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গাঁজা বাগান পোড়ালো প্রশাসন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ত্রিপুরায় গাঁজা বাগান পোড়ালো প্রশাসন  ত্রিপুরায় গাঁজা বাগান পোড়ালো প্রশাসন

আগরতলা: প্রতি বছরের ন্যায় এবারও ত্রিপুরা রাজ্যের অবৈধ গাঁজা চাষিদের বিরুদ্ধে অভিযানে নামলো প্রশাসন। অভিযানে  প্রায় ১০ হেক্টর গাঁজা বাগান পুড়িয়ে ফেলা হয়। 

সোমবার (১৩ নভেম্বর) সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মানিক্যনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।  

অভিযানে নেতৃত্বে ছিলেন-  সোনামুড়া মহকুমার মহকুমা শাসক সুমিত লোধ, মহকুমা পুলিশ কর্মকর্তা বাবুল দাসসহ টিএস আর বাহিনীর সদস্যরা।

 

এদিন দশ হেক্টর এলাকার প্রায় চার লাখ গাঁজা গাছ কেটে পুড়িয়ে ফেলা হয়েছে বলে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান মহকুমা শাসক সুমিত লোধ। আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা শাসক।

গাঁজা গাছ কেটে নষ্ট করার সময় পুরুষ লোক এগিয়ে না এলেও এলাকার নারীরা বাধা দেওয়ার চেষ্টা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসসিএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।