ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

‘ত্রিপুরায় অশান্তি সৃষ্টি করছে বিজেপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
‘ত্রিপুরায় অশান্তি সৃষ্টি করছে বিজেপি’ সংবাদ সম্মেলনে বিজন ধর

আগরতলা: ত্রিপুরা রাজ্যে সাম্প্রতিক কালে যতগুলি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে তার সব ঘটনার পেছনে বিজেপির প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেছেন সিপিআই(এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।

সম্প্রতি বিজেপির তিনজন সংসদ সদস্যের একটি টিম ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গিয়েছেন। তারা রাজ্য ত্যাগের আগে ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মত ব্যাক্ত করতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিশেষ করে রাজ্যের রাজনৈতিক হিংসার ঘটনায় ত্রিপুরা সরকারের সমালোচনা করেন।

বিজেপির প্রতিনিধি দলের ওই সফরের বিষয়ে সোমবার (১৩ নভেম্বর) সিপিআই(এম) এর ত্রিপুরা রাজ্য কমিটি প্রতিক্রিয়া জানায়।

প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজন ধর বলেন, বিজেপি এবং আরএসএস রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে উগ্র শক্তির সঙ্গে হাত মিলিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

রাজধানীর মেলার মাঠ এলাকার সি পি আই (এম) দলের রাজ্য কমিটির অফিস দশরথদেব স্মৃতি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।