ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আত্মসমর্পণকারী জঙ্গিদের অনশন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
ত্রিপুরায় আত্মসমর্পণকারী জঙ্গিদের অনশন  ত্রিপুরায় আত্মসমর্পণকারী জঙ্গিদের অনশন 

আগরতলা: জঙ্গি জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ত্রিপুরা রাজ্যের আত্মসমর্পণকারী জঙ্গিরা পুনর্বাসনের দাবিতে অনশন শুরু করেছে।

পূর্বশর্ত অনুসারে পাওয়ারটিলার দেওয়া, সরকারি প্রকল্পে বসতঘর নির্মাণ, আত্মসমর্পণকারী জঙ্গিদের উপর থেকে পুরাতন সব মামলা প্রত্যাহার করার কথা ছিল সরকারের।

এই তিন দফা দাবি সামনে রেখে আমরণ অনশনে বসছে অল ত্রিপুরা টাইগার ফোর্স'র (এটিটিএফ) ১২২ জন আত্মসমর্পণকারী সদস্য।

রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে তারা সোমবার (১৩ নভেম্বর) রাত থেকে অনশনে বসেছেন। অনশনকারীদের নেতৃত্ব দিচ্ছেন শৈলেন কুমার ব্রু।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) শৈলেন কুমার ব্রু জানান, এই তিন দফা দাবিতে আগেও তারা আমরণ অনশনে বসেছিলেন। তখন তাদের প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করা হবে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও এখনো কোনো কিছু করা হয়নি। তাই তারা আবার অনশনে বসতে বাধ্য হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।