ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় কেক কেটে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ত্রিপুরায় কেক কেটে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন ত্রিপুরায় ১শ' পাউন্ডের কেক কেটে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: একশ পাউন্ডের একটি বিশাল আকৃতির কেক কেটে ভারতের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০০তম জন্মবার্ষিকী পালন করলো ত্রিপুরার খয়েরপুর ব্লক কংগ্রেস কমিটি।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজ্যের পশ্চিম জেলার খয়েরপুর ব্লক কংগ্রেস ভবনে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে এ কেক কাটেন ত্রিপুরার ব্লক কংগ্রেস কমিটি।

এসময় কংগ্রেস বিধায়ক গোপাল রায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক বাপ্টু চৌধুরী, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।