ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বানে আগরতলায় সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বানে আগরতলায় সমাবেশ বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় সিআইটিইউর মহকুমার কমিটির উদ্যোগে রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বানে আগরতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) আগরতলার আস্তাবল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)দলের পলিট ব্যুরো সদস্য ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন সিআইটিইউর সভানেত্রী ড. কে হেমলতা, কমিটির সম্পাদক শঙ্কর প্রাসাদ দত্ত, মন্ত্রী রতন ভৌমিক, মন্ত্রী তপন চক্রবর্তীসহ রাজ্যের প্রতিটি মহকুমা থেকে আসা সংগঠনের সদস্যরা। সমাবেশের মঞ্চে কমিটির নেতারা।                                          ছবি: বাংলানিউজসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, ‘গরিব শ্রমিকদের কথা চিন্তা করে শুধু বামফ্রন্ট সরকার। ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রথম যখন এসে ছিলো। তখন রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংখ্যা ছিল ১শ’টি। এ সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার। বর্তমানে কারখানাগুলোতে ৬০ হাজারেরও বেশী শ্রমিক কাজ করছে’।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।