ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সাংবাদিক সুদীপের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
সাংবাদিক সুদীপের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার সংবাদ সম্মেলনে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: গুলিতে নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বৈঠকে নিহত সাংবাদিক পরিবারকে এককালীন ১০ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরআগে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আর কে নগরে টিএসআর’র দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যা করা হয়। এ সময় টিএসআর জওয়ানরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।