ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত নন চাকরিচ্যুত শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত নন চাকরিচ্যুত শিক্ষকরা মহাকরণ অভিযানে আন্দোলনরত শিক্ষকদের অবরোধ। ছবি: বাংলানিউজ

আগরতলা: দিনভর অপেক্ষার পর অবশেষে সন্ধ্যার পর খানিকটা চাপে পড়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তবে মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারছেন না তারা। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মহাকরণে নিয়ে যাওয়া হয় আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি ৫ শিক্ষককে।  

মুখ্যমন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের বলেন, শিক্ষক হয়ে যদি আপনারা এভাবে দিনভর রাস্তা অবরোধ করে রাখেন তবে সমাজে কী বার্তা যাবে? 

‘দিল্লিতে ত্রিপুরা সরকারের আইনি পরামর্শ কমিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে কিছু করা যায় কিনা- তা নিয়ে আলোচনা করা হবে।

তবে শিক্ষকরা জানিয়েছেন, তারা মুখ্যমন্ত্রীর এই কথায় আশ্বস্ত হতে হতে পারেননি। সন্ধ্যায় অবরোধ তুলে নেন শিক্ষকরা।  

উল্লেখ্য, নিয়োগ নীতি ত্রুটিপূর্ণ হওয়ার কারণে সুপ্রিম কোর্ট রাজ্যের ১ হাজার ৩২৩ শিক্ষককের চাকরিচ্যুতির ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর তাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।