ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

১১ দফার দাবিতে আগরতলায় বিক্ষোভ-সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
১১ দফার দাবিতে আগরতলায় বিক্ষোভ-সমাবেশ বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

আগরতলা: কৃষকদের স্বার্থ সম্বলিত ১১দফার দাবিতে ত্রিপুরার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বিজেপি কৃষাণ মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষাণ মোর্চার সদস্যরা রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে জড়ো হন।

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার ওই ভবনের সামনে গিয়ে তা শেষ হয়। এরপর সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওম প্রকাশ যাদব, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সভাপতি সুবল ভৌমিক, কৃষাণ মোর্চার ত্রিপুরা প্রদেশ সভাপতি জওহর সাহা প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য ওম প্রকাশ যাদব। তিনি বলেন, ‘ত্রিপুরা রাজ্যে দীর্ঘ ২০ বছর ধরে বামফ্রন্টের সরকার রয়েছে। কিন্তু সাধারণ মানুষের পরিস্থিতির উন্নতি হয়নি। উপরন্তু রোজভ্যালির মতো চিটফান্ডের দুর্নীতি হয়েছে। ত্রিপুরা রাজ্যে আগামী নির্বাচনে ক্ষমতায় বিজেপি সরকার এলে সাধারণ মানুষের উন্নয়ন হবে। একইসঙ্গে রোজভ্যালিসহ অন্যান্য আর্থিক কেলেঙ্কারিসহ তা তদন্ত করে জড়িতদের শাস্তি দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।