ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বামফ্রন্ট সরকার গঠনের আহ্বানে মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ত্রিপুরায় বামফ্রন্ট সরকার গঠনের আহ্বানে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আসন্ন ত্রিপুরা নির্বাচনকে সামনে রেখে এখন প্রতিদিনই ত্রিপুরার রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে নানা কর্মসূচি। রাজ্যের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের উদ্যোগে চলছে মিছিল-মিটিং।

রোববার (৩ নভেম্বর) বিকেলে আগরতলার ৯ নম্বর বনমালীপুর বিধানসভা এলাকায় সি পি আই (এম) দলের নারীদের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বানে আয়োজিত মিছিলে বিভিন্ন বয়সী ও শ্রেণীপেশার নারীরা অংশ নেন।

নারীদের মিছিল হলেও বিভিন্ন বয়সী পুরুষরাও এতে অংশ নেন। মিছিলটি বনমালীপুর বিধানসভা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নারী নেত্রী শিখা দাস ও সুজাতা দেববর্মাসহ অন্যন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসসিএন/পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।