ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সাংবাদিক খুনের তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবিতে কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
সাংবাদিক খুনের তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবিতে কর্মসূচি অবস্থান কর্মসূচি-ছবি-বাংলানিউজ

আগরতলা: সম্প্রতি ত্রিপুরা রাজ্যে দুই সাংবাদিক খুনের ঘটনার তদন্তভার সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে  (সিবিআই) দেওয়ার দাবিতে দিল্লিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ত্রিপুরা রাজ্যের সাংবাদিকরা। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিল্লির প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সামনে কর্মসূচি পালন করেন আন্দোলনরত সাংবাদিকদের প্রতিনিধি দল। কর্মসূচিতে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

সাংবাদিকরা খুন হওয়া সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের ছবি সংবলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে তাদের দাবি জানান।  

ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের প্রতিনিধি দল দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপূর্বাঞ্চল উন্নয়মন্ত্রী ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষাৎ করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।