ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ধান কেটে সিপিআই (এম)’র নির্বাচনী তহবিল সংগ্রহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
ধান কেটে সিপিআই (এম)’র নির্বাচনী তহবিল সংগ্রহ  নির্বাচনী তহবিল সংগ্রহ করছে সিপিআই (এম) নেতাকর্মীরা

আগরতলা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ধান কেটে সিপিআই (এম) তহবিল সংগ্রহ করছেন দলের কর্মী-সমর্থকরা। 

শুক্রবার (৮ ডিসেম্বর) দলের খোয়াই জেলার পূর্বরামচন্দ্রঘাট অঞ্চল কমিটির আহ্বানে লক্ষ্মীনারায়ণপুর গাওসভার আলেপসা ও খামারটিলা এলাকার মাঠের প্রায় ১৭ বিঘা ধান কাটা হয়।

কম মূল্যে ধান কাটায় কৃষকরা যেমন লাভবান হচ্ছে, অপর দিকে এ শ্রমদানের মধ্যমে উপার্জিত অর্থ দিয়ে পার্টির নির্বাচনী তহবিলও সংগ্রহ হচ্ছে।

এ বিষয়ে পূর্বরামচন্দ্রঘাট অঞ্চল সম্পাদিকা হেপী চক্রবর্তী বাংলানিউজকে জানানা, আগামী দিনেও ধান কেটে দলের জন্য নির্বাচনী তহবিল সংগ্রহ করা হবে। এই কাজে এলাকার গরিব কৃষকেরাও খুসি হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।