সমাবেশে বক্তব্য রাখেন- আসামের বিদ্যুৎ মন্ত্রী পল্লব লোচন, ত্রিপুরা রাজ্যের প্রভারী সুনীল দেওধর, রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, যুব মোর্চার সভাপতি টিংকু রায়, বিধায়ক বিশ্ববন্ধু সেন, মহিলা নেত্রী মিত্রা সরকার প্রমুখ।
মুখ্যমন্ত্রী মানিক সরকারের সমালোচনা করে সমাবেশে বিদ্যুৎ মন্ত্রী পল্লব বলেন, ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে।
আগামী বিধানসভা নির্বাচনে ভোটাররা তাকে অবসরে পাঠাবে মন্তব্য করে তিনি বলেন, এরপর ধর্মকর্মের মধ্য দিয়ে জীবন কাটাবেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্যের যুবকদের এগিয়ে আসতে হবে। জনমত প্রতিষ্ঠা করতে হবে। তাদের হাত ধরেই ত্রিপুরা রাজ্যে মজবুত সরকার গঠিত হবে। গর্বের নয় তা লজ্জার।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এসসিএন/আরআইএস/