ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় ডাকঘর থেকে ফের গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
আগরতলায় ডাকঘর থেকে ফের গাঁজা জব্দ আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ গাঁজা

আগরতলা: আগরতলার প্রধান ডাকঘরে অভিযান চালিয়ে আবারও পার্সেলের প্যাকেট থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে ত্রিপুরা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অশোক সিনহার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত চক্রবর্তীসহ পুলিশের একটি দল।

 

এসডিপিও অশোক সিনহা বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে জানান, গাঁজাগুলো ৫টি প্যাকেটে করে কলকাতায় পার্সেল করা হয়ে ছিলো। তবে পার্সেলের গায়ে লেখা কলকাতার ঠিকানা ও ফোন নম্বর সঠিক ছিলো না। কে বা কারা এ প্যাকেটগুলো পাঠিয়োছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

প্রতিটি প্যাকেটের ওজন ১০ কেজি করে মোটা ৫০ কেজি। যার বাজার মূল্য আড়াই লাখ রুপি বলে জানিয়েছেন এসডিপিও অশোক সিনহা।  

এর আগেও পুলিশ আগরতলার প্রধান ডাকঘরের পার্সেলের প্যাকেট থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছিলো।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।