ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

দুর্যোগের কারণে চাকরিচ্যুত শিক্ষকদের অবরোধ প্রত্যাহার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
দুর্যোগের কারণে চাকরিচ্যুত শিক্ষকদের অবরোধ প্রত্যাহার  বৃষ্টির কারণে পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয় নেন আন্দোলনকারীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেন ত্রিপুরা রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকরা। 

সুপ্রিম কোর্টের রায়ে আগামী ৩১ ডিসেম্বর রাজ্যের ১০ হাজার ৩২৩ জন শিক্ষকের চাকরিচ্যুতি হতে যাচ্ছে। এর প্রতিবাদেই এ কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত শিক্ষকরা।

 

এর আগে গত শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর থেকে ৪৪ নম্বর মহাসড়ক ও একমাত্র রেলপথ অবরোধ করেন তারা। কিন্তু ওইতিন রাত থেকে বৃষ্টির কারণে রাজ্যের ধলাই জেলার সিন্ধুকুমার পাড়া এলাকা থেকে অবরোধ তুলে নেওয়া হয়।  

শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে সংবাদমাধ্যমকে কর্মসূচির আহ্বায়ক উত্তম কুমার দেব জানান, আগামী দিনে ফের নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।  

এর আগে বৃষ্টির কারণে অবরোধস্থল থেকে কিছুটা দূরে পার্শবর্তী উপেন্দ্র রোয়াজা পাড়া স্কুলে আশ্রয় নেন শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।