ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ

আগরতলা: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গোয়েন্দার শাখার আগাম তথ্যের ভিত্তিতে বিএসএফ ও ত্রিপুরা পুলিশ বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার রামছড়া গ্রামের প্রফুল্ল অধিকারীর (৩৮) বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ড্রামের মধ্যে রাখা ৪শ' ৯৪ কেজি গাঁজা জব্দ করা হয়। সেই সঙ্গে আটক করা হয় প্রফুল্ল অধিকারীকে।

 

জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ২৫ লাখ রুপি বলে বিএসএফ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অভিযানে বিএসএফ কর্মকর্তাদের পাশাপাশি বিশালগড় মহকুমা পুলিশ কর্মকর্তাসহ বিশালগড় থানা পুলিশ উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।