ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বড়দিন উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ত্রিপুরায় বড়দিন উদযাপন ত্রিপুরায় বড়দিন উদযাপন করা হচ্ছে-ছবি-বাংলানিউজ

আগরতলা: ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিন। এদিন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্ম হয়। বিশ্বজুড়ে দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ত্রিপুরা রাজ্যজুড়েও দিনটি উদযাপন করা হচ্ছে। রঙিন আলোতে সাজানো হয়েছে ঘরবাড়ি, গির্জাসহ কেথিড্রাল।

রোববার (২৪ ডিসেম্বর) রাত থেকেই গির্জায় শুরু হয় প্রার্থনা। স্থানীয় সময় রাত ১২টা বাজতেই গির্জাসহ বাড়িতে কেক কেটে যিশুর জন্মদিন উদযাপন করা হয়।

দিনটি উপলক্ষে রাজধানীসহ রাজ্যের বিভিন্ন হোটেল ও বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করা হয়েছে।

ত্রিপুরায় বড়দিন উদযাপন করা হচ্ছে-ছবি-বাংলানিউজরাজ্যের পশ্চিম জেলার খয়েরপুরের মরিয়ম নগরের গির্জায় শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব ও মেলা। রোববার রাত ১২টায় কেক কেটে এই মেলার উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।