শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে আগরতলাসহ রাজ্যের বেশির ভাগ এলাকা ছিল কুয়াশার চাদরে মোড়া। এদিন সকালে কুয়াশার কারণে সূর্যের দেখা নেই বললেই চলে।
আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় আগরতলার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, এদিন দুপুরের দিকে তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি ছুঁতে পারে। আর রাতে তা নেমে আসতে পারে ১৪ ডিগ্রিতে।
তবে আগামী ক’দিনে রাজ্যে আরও বেশি শীত পড়বে বলে পূর্বাভাসে জানানো হয়। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। পাশাপাশি কুয়াশার তীব্রতাও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসসিএন/এনএইচটি/এএ