ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরাজুড়ে জাঁকিয়ে বসছে শীত-কুয়াশা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
ত্রিপুরাজুড়ে জাঁকিয়ে বসছে শীত-কুয়াশা  তীব্র কুয়াশার চাদরে মোড়া আগরতলা

আগরতলা: রাজধানী আগরতলাসহ গোটা রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। সঙ্গে তাল মিলিয়ে দেখা দিয়েছে ঘন কুয়াশা। ভোরে কুয়াশাছন্ন নগরীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে আগরতলাসহ রাজ্যের বেশির ভাগ এলাকা ছিল কুয়াশার চাদরে মোড়া। এদিন সকালে কুয়াশার কারণে সূর্যের দেখা নেই বললেই চলে।

রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে দেখা যায় যানবাহনের চালকদের। নগরবাসীর স্বাভাবিক যাতায়াতও তুলনামূলক কম।

ত্রিপুরা জুড়ে কনকনে শীত ও তীব্র কুয়াশা

আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় আগরতলার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, এদিন দুপুরের দিকে তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি ছুঁতে পারে। আর রাতে তা নেমে আসতে পারে ১৪ ডিগ্রিতে।
 
তবে আগামী ক’দিনে রাজ্যে আরও বেশি শীত পড়বে বলে পূর্বাভাসে জানানো হয়। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। পাশাপাশি কুয়াশার তীব্রতাও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসসিএন/এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।