ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বানে আগরতলায় সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বানে আগরতলায় সমাবেশ সমাবেশে বক্তব্য রাখছেন বামফ্রন্টের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বানে সমাবেশ হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) আগরতলার আস্তাবল ময়দানে বামফ্রন্টের উদ্যোগে এ সমাবেশ করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআই (এম) দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচ্যুরী, পলিটব্যুরো সদস্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেন্দ্রীয় কমিটির নেতা ডি রাজা, ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চ্যাটার্জী, সদস্য রমা দাস, সিপিআইয়ের (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান খগেন দাস প্রমুখ।

 

ত্রিপুরাবাসী নতুন বছরে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করে উপহার দেবেন বলে সমাবেশে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সমাবেশে রাজ্যের প্রতিটি জেলা থেকে বামফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।