ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

৩১ জানুয়ারিতে ত্রিপুরায় যাচ্ছেন নরেন্দ্র মোদি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
৩১ জানুয়ারিতে ত্রিপুরায় যাচ্ছেন নরেন্দ্র মোদি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব।

আগরতলা: আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলের হয়ে প্রচার করতে ৩১ জানুয়ারি (বুধবার) রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (১৪ জানুয়ারি) বাংলানিউজকে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ওইদিনে রাজ্যে দুইটি জনসভায় যোগ দেবেন।

বিপ্লব কুমার দেব জানান, এখনও প্রধানমন্ত্রী মোদির সভার স্থান চূড়ান্ত হয়নি, তবে একটি জনসভা উত্তর জেলার কোনো একটি জায়গায় ও অপর জনসভা সিপাহীজলা জেলা বা দক্ষিণ জেলার কোনো একটি স্থানে করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভার স্থান চূড়ান্ত করবেন আসাম রাজ্যের অর্থ দফতরের মন্ত্রী ও বিজেপি দলের ত্রিপুরা রাজ্যের নির্বাচনী ইনচার্জ হিমন্ত বিশ্বশর্মা।

প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপি নির্বাচনী প্রচারে ত্রিপুরা রাজ্যে আসবেন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনাথ সিং, উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, অসম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, সরকারের মন্ত্রী স্মৃতি ইরানি, মুক্তার আব্বাস নাকভি, শাহানওয়াজ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসসিএন/এএটি

ত্রিপুরায় যাচ্ছেন নরেন্দ্র মোদী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।