ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বামফ্রন্ট। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর মেলারমাঠ এলাকার সিপিআই (এম) দলের রাজ্য কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।
 
তিনি জানান, একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’র দিল্লীর বাড়িতে উত্তরপূর্ব ভারতে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব, আরএসএস নেতা কৃষ্ণ গোপালের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল উপস্থিত ছিলেন। এটা উদ্বেগের বিষয় বলে জানান তিনি।

বিজন ধর আরও জানান, বিষয়টি ভারতের নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদি ঘটনা সত্যি হয় তবে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে ওই অভিযোগে। এছাড়াও বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য চেয়েছে সিপিআই (এম) দলের পলিট ব্যুরো।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।