ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিজেপির একটি বুথ অফিসে দুর্বৃত্তদের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
আগরতলায় বিজেপির একটি বুথ অফিসে দুর্বৃত্তদের হামলা আগরতলায় বিজেপির একটি বুথ অফিসে দুর্বৃত্তদের হামলা

আগরতলা: আগরতলার রামনগরে বিজেপির একটি বুথ অফিসে হামলা করে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বেশ কয়েকজন অাহত হয়েছেন। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রামনগরের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দশমীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিজেপি কর্মীদের অভিযোগ, সন্ধ্যায় একদল দুর্বৃত্ত বুথ অফিসে হামলা চালায়।

এসময় তারা অফিসের চেয়ার, টেবিল ভেঙে ফেলে। শাসক দলের সমর্থিতরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত দত্ত বাংলানিউজক জানান, এ হামলার ঘটনায় ১১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর দশমীঘাট এলাকায় পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, বুথ অফিসে হামলার খবর পেয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।