ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৬ বুথে চলছে ভোট গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৬ বুথে চলছে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ৬টি বুথে ভোট গ্রহণ চলছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি)  স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।

 কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

বুথ গুলো হলো- ত্রিপুরার সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ২৬ নম্বর বুথ, মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী এলাকা ধনপুর বিধানসভার ৮ নম্বর বুথ, তেলিয়ামুড়া বিধানসভার ৪৫ নম্বর বুথ, সাব্রুম বিধানসভার ৪৮ নম্বর বুথ, অম্পিনগর বিধানসভার ৩৭ নম্বর বুথ, কদমতলা-কুর্তি বিধানসভার ৯ নম্বর বুথ।

এদিকে, প্রতি দুই ঘণ্টা পর পর কতো শতাংশ ভোট পড়েছে তা জানানো হচ্ছে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭ দশমিক ৭ শতাংশ।

তবে এখন পর্যন্ত  নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কোনো সমস্যা হয়নি। এছাড়া ভোট কেন্দ্রে কোন ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।