এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২০ মার্চ) মহাকরণের দুই নম্বর কনফারেন্স হলে দফতরের কর্মকর্তাদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব জে কে দেববর্মা, দফতরের পরিচালক ডি ডার্লংসহ অন্যান্য কর্মকর্তারা।
বৈঠকে ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা রাজ্যের পরিচালক এস কে যাদবসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
যদিও মন্ত্রী এদিনের বৈঠকের বিষয়ে সংবাদ মাধ্যকে কিছু বলেননি। তবে বেহাল স্বাস্থ্য খাতকে যাতে দ্রুত স্বাভাবিক করা যায় এ নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসসিএন/এসআরএস