রোববার (২৫ মার্চ) রাতে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি সাব্রুমের ছোট খিল বিওপি'র অধীনে ৩১ নম্বর ব্যাটালিয়ানে কর্তব্যরত ছিলেন।
রাতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় যশবন্তকে পাওয়া যায়। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান অন্য জওয়ানরা। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে সোমবার (২৬ মার্চ) সকালে বিএসএফ'র ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এইচ কে লুহিয়া বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে জওয়ানের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
মরদেহ সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৮
এসসিএন/আরআর