ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি, মামলা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আবারও ভুয়া ফেসবুক আইডি খুলে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় একটি মামলা  হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলানিউজকে জানান, কে বা কারা এই কাজ করছেন তা ঠিক নয়। এবিষয়ে একটি মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ও একজনকে আটক করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, আগে সাইবার ক্রাইমের বিষয়ে ত্রিপুরা পুলিশ এতোটা অভিজ্ঞ ছিল না। এখন প্রায় প্রতিদিনই পুলিশের দক্ষতা বাড়ানো হচ্ছে। তাই তারা এ ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।  

ভুয়া ফেসবুক আইডিটি পরিচালনা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর আসল একাউন্ট হুবহু নকল করে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।