বৃহস্পতিবার (০৫ এপ্রিল) ত্রিপুরা রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় কৃষি ও পরিবহন দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহরায় এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সান্তনা চাকমা সংবাদ সম্মেলনে একথা জানান।
মন্ত্রী প্রাণজীৎ সিংহরায় জানান, এই জমির মোট মূল্য ৯০ লাখ রুপি। এটি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সান্তনা চাকমার নির্বাচনী এলাকায় পড়েছে। রাজ্য সরকারের ইচ্ছে রয়েছে আটটি জেলাতেই একটি করে নবোদয় বিদ্যালয় স্থাপন করার।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসসিএন/এসআরএস