ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার বিভিন্ন সরকারি দফতরে ‘ই-টেন্ডারিং’ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
ত্রিপুরার বিভিন্ন সরকারি দফতরে ‘ই-টেন্ডারিং’ কর্মশালা ‘ই-টেন্ডারিং’ কর্মশালা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরে অনুষ্ঠিত হয়ে গেল ই-টেন্ডারিং বিষয়ক এক দিনের কর্মশালা।

শুক্রবার (১৩ এপ্রিল) এ উপলক্ষে রাজধানীর গোর্খাবস্তি এলাকার প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও অর্থদফতরের মন্ত্রী যীষ্ঞু দেববর্মা।

বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের নতুন সরকারের উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতার সঙ্গে কাজ করা।

স্বচ্ছতা ছাড়া দুর্নীতি মুক্ত করা যায় না। রাজ্য সরকারের অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে ই-টেন্ডারিং। এখন থেকে রাজ্য সরকারের যেকোনো দফতরে ৩ লাখ রুপির বেশি কাজ করাতে হলে তা ই-টেন্ডারিঙের মাধ্যমে করাতে হবে।
 
স্বচ্ছতা বজায় রেখে কাজ করা ও রাজ্য সরকারের এই পদক্ষেপে সহযোগিতা করার জন্য তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন অর্থদফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি এম নাগারাজু, ডেপুটি সেক্রেটারি প্রমথ রঞ্জন ভট্টাচার্য্য ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।