রোববার (১৫ এপ্রিল) ত্রিপুরাসহ ভারতের বিভিন্ন প্রদেশ জুড়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। পয়লা বৈশাখের সকালে বেশ ভিড় দেখা গেলো আগরতলার মাছের বাজারগুলোতে।
নববর্ষ উপলক্ষে বাজারে ইলিশের সংখ্যা তুলনামূলক কম জানিয়েছিলেন ব্যাবসায়ীরা। কিন্তু বাজারে দেখা গেলো ব্যবসায়ীদের ঝাঁকায় ইলিশের ছড়াছড়ি।
বটতলা মাছ বাজারের ব্যবসায়ী পবিত্র চন্দ্র দাস বাংলানিউজকে জানান, নববর্ষ উপলক্ষে বাংলাদেশের চাঁদপুর থেকে সবচেয়ে ভালো মানের ইলিশ এসেছে। অন্য বছরের নববর্ষের তুলনায় এ বছরের মাছগুলো অনেক ভালো এবং দাম অনেক কম। একইসঙ্গে বিক্রিও বেশ ভালো।
এখন ইলিশের প্রজননের সময়। বছরের এই সময়টা ইলিশ মাছ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। তারপরেও কিভাবে এতো ইলিশ মাছ আগরতলার বাজারে প্রবেশ করলো, এই প্রশ্নের কোনো উত্তর নেই এ মাছ ব্যবসায়ীর।
মাছ কিনতে বটতলা বাজারে এসেছেন নারায়ন সরকার। নববর্ষ একসঙ্গে দু’টি ইলিশ মাছ কিনেছেন তিনি। ইলিশের আকার ও দামেও তিনি সন্তুষ্ট। দামের হেরফের হলেও তা আনন্দের দিনে তেমন কোনো বড় বিষয় নয় তার কাছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসসিএন/এনএইচটি