মঙ্গলবার (১৭ এপ্রিল) এই কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য ও জন সংভরণ দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব।
রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালায় ত্রিপুরা ছাড়াও মনিপুর, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড রাজ্যের রাজ্য সরকারের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, গণবন্টন ব্যবস্থাকে সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কম্পিটারাইজড ও অনলাইন ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে। এতে করে গ্রাহকরা তাদের রেশন সামগ্রী পাবেন।
এই কর্মশালার মাধ্যমে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি করে অনলাইনের মাধ্যমে সফটওয়ারে রেশনের সরবরাহ করা সামগ্রী প্রদান ও হিসাব রাখা হবে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৮
এসসিএন/আরআর