ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত আগরতলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত আগরতলা ঝড়ের তাণ্ডবে আগরতলার বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়েছে বড় বড় গাছ। ছবি: বাংলানিউজ

আগরতলা: কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরার রাজধানী শহর আগরতলা ও তার আশপাশের এলাকায়। 

শনিবার (২১ এপ্রিল) বিকেলে আগরতলার ওপর দিয়ে বয়ে যায় শক্তিশালী কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়েছে বড় বড় গাছ ও বিদ্যুৎ-টেলিফোনের খুটি।

লণ্ডভণ্ড হয়েছে বহু ঘর-বাড়ি।  

গাছ ভেঙ্গে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু গাড়ি। বিদ্যুৎ ও টেলিযোগাযো ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার মানুষ।
 
ঝড়ের পাশাপাশি প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলা বৃষ্টিতে পানি জমে যায় আগরতলা শহরের বেশ কয়েকটি নিচু এলাকায়। ফলে রাজধানীর এডভাইজার, বিদুরকর্তা, আর এম এস, পুরাতন মোটর স্টেন্ড, সুপারি বাগান, শকুন্তলা রোডসহ বিভিন্ন নিচু এলাকার ঘর-বাড়িগুলোতে পানি প্রবেশ করে।  

আগরতলা: কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরার রাজধানী শহর আগরতলা ও তার আশপাশের এলাকায়।  
তা ছাড়া সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানচলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন পথচারীরা।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (২৬ এপ্রিল) পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।