ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিপ্লব দেব’র সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলার সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
বিপ্লব দেব’র সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলার সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর মহাকরণের এক নম্বর কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও হর্ষ বর্ধন শ্রিংলা ছাড়াও উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, অর্থ দফতরের প্রধান সচিব এম নাগারাজু, স্বাস্থ্য দফতরের প্রধান সচিব সমরজীৎ ভৌমিকসহ ত্রিপুরা সরকারের অন্যান্য দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।