ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সাধারণ প্রশাসন দিবসে আগরতলায় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
সাধারণ প্রশাসন দিবসে আগরতলায় সভা আলোচনা সভা।

আগরতলা: ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সাধারণ প্রশাসন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রজ্ঞা ভবনে আলোচনার সভার আয়োজন করা হয়। সভার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, সিপার্ড'র ডিরেটর জেনারেল কে নাগরাজ, সাধারণ প্রশাসন দফতরের প্রধান সচিব রাকেশ সরওয়ার প্রমুখ।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন সিপার্ড'র একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুলিশ প্রশাসন ও সাধারণ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিপার্ড ও সাধারণ প্রশাসন দফতরের যৌথ উদ্যোগে হয় এই আলোচনা সভা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।