ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় চলছে বুদ্ধপূর্ণিমা উদযাপন প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
আগরতলায় চলছে বুদ্ধপূর্ণিমা উদযাপন প্রস্তুতি বেনবন বিহার বুদ্ধমন্দির

আগরতলা: বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের আবির্ভাব, বুদ্ধত্ব লাভ এবং মহাপ্রয়াণ দিবস সোমবার (৩০ এপ্রিল)। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যজুড়েও উৎসাহ-উদ্দীপনায় বুদ্ধপূর্ণিমা উদযাপনের প্রস্তুতি চলছে।

এ উপলক্ষে এখন বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক ব্যাস্ততা লক্ষ্য করা যাচ্ছে। আগরতলার কুঞ্জবন এলাকার বেনবন বিহার বুদ্ধমন্দির, অভয়নগর এলাকার বুদ্ধমন্দিরসহ রাজ্যের অন্যান্য বুদ্ধমন্দির গুলিতে এখন ধোয়া-মোছার কাজ চলছে।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে বেনুবন বিহারে গিয়ে দেখা গেলো বুদ্ধদেবের মূর্তি, মন্দির ও মন্দিরের আশপাশ এলাকা চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।  

মন্দিরের প্রধান ভিক্ষু অক্ষয়ানন্দ মহাস্তবীর বাংলানিউজকে বলেন, প্রতিবছরের মতো এবছরও বুদ্ধ জয়ন্তী উপলক্ষে সোমবার সকাল থেকে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, প্রার্থনা, ধর্ম বিষয়ক আলোচনা সভাসহ আরও অনেক কিছু।

প্রতিবছর বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বেনুবন বিহারের পাশে মেলা বসে। বুদ্ধপূর্ণিমা উদযাপন উৎসব ও মেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশ নেয়।

বাংলদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।