ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জনগণকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী শুনলেন ‘মনকি বাত’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
জনগণকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী শুনলেন ‘মনকি বাত’ জনগণকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান শুনছেন বিপ্লব দেব

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিধায়ক বিপ্লব কুমার দেব নিজ বিধানসভা এলাকার সাধারণ মানুষদের নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মনকি বাত’ অনুষ্ঠান শুনলেন। 

রোববার (২৯ এপ্রিল) দুপুরে বিধানসভার অন্তর্গত প্রতাপগড় এলাকার রামঠাকুর বালিকা বিদ্যালয়ে বসে এই অনুষ্ঠান শুনেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে রেডিওতে দেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুনতে এদিন বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর লোক সমাগম হয়।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসী ও বিশেষ করে বনমালীপুর বিধানসভা এলাকার স্থানীয় সমস্যা সমাধানের কথা বলেন। সাধারণ মানুষের কাছ থেকে তাদের সমস্যার কথাও শুনেন।

স্থানীয় নারীরা সাধারণ গৃহবধূদের কথা চিন্তা করে সেলাইসহ অন্য হাতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান।

অনুষ্ঠান শেষে স্থানীয় নারীরা বাংলানিউজকে জানান, মুখ্যমন্ত্রীর কাছে মনের কথা বলতে পেরে তারা খুশি।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।