ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
আগরতলায় সড়ক সংস্কারের দাবিতে অবরোধ সড়ক অবরোধ করেছেন এলাকাবাসি/ ছবি: বাংলানিউজ

আগরতলা: আখাউড়া সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট থেকে আগরতলা শহরমুখী সড়কটি সংস্কারের দাবিতে অবরোধ করেছেন এলাকার বাসিন্দারা। 

রোববার (২৯ এপ্রিল) আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, আখাউড়া সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট থেকে আগরতলা শহরে আসার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।

আমদানি-রফতানির পণ্যবাহী ট্রাক প্রতিনিয়ত এ পথে যাতায়াত করায় সড়কটি খানাখন্দে ভরে গেছে। খানাখন্দের কারণে সড়কটিতে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি সামান্য বৃষ্টি হলেই সড়কের পাশে ড্রেনের নোংরা পানি বাড়িতে ঢুকে যায়। ড্রেনগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। এ সমস্যাগুলোর কথা আগরতলা পুরনিগমের কাউন্সিলর থেকে শুরু করে স্থানীয় বিধায়ককে একাধিকবার জানালেও সমস্যার সমাধান করা তো দূরের কথা সরেজমিনে কেউই দেখতে আসেননি।  

আগরতলা গোলচত্বর এলাকার বাসিন্দারা বলেন, যতক্ষণ পর্যন্ত না কোনো জনপ্রতিনিধি এসে রাস্তা সংস্কারের আশ্বাস দেবেন, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।